সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার বিকাল ৩টার দিকে লাইনঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৬পিস ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটক করে পুলিশ।
ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।