বান্দরবানের লামা উপজেলায় ৩৬পিস ইয়াবাসহ থুইনু মং মার্মা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে পৌরসভা এলাকার লাইনঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। থুইনু মং মার্মা বড় নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত প্রু চাথুই মার্মার ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার বিকাল ৩টার দিকে লাইনঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৬পিস ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটক করে পুলিশ।
ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।