বান্দরবানের লামা পৌরসভা এলাকা থেকে ৩৫পিস নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ মো. আকরাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৌরসভা এলাকার সরকারি মাতামুহুরী কলেজের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আকরাম হোসেন লামা বাজার পাড়ার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সূত্র জানায়, এক ব্যক্তি বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক রাম প্রসাদ দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সরকারী মাতামুহুরী কলেজ এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি মাতামুহুরী কলেজের সামনের সড়ক থেকে আকরাম হোসেনকে আটকের পর দেহ তল্লাশী চালিযে প্যান্টের পকেটে থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ইয়াবাসহ আকরাম হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতর্থা অপ্পেলা রাজু নাহা বলেন, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগেও ইয়াবাসহ আটকের পর তার নামে থানায় ৩টি মাদক আইনে মামলা করা হয়েছিল।