বান্দরবান জেলার লামা উপজেলায় ইয়াবা পাচারের সময় মো. আকরাম হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা চেক পোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা আজ বুধবার (৯জুন) সকালে তাকে আটক করেন। আটক আকরাম হোসেন লামা পৌরসভা এলাকার বাজার পাড়ার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ নিয়ে আকরাম হোসেন ইয়াবা সহ ৯ বার আটক হয় বলে জানান স্থানীয়রা।
সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে আকরাম হোসেন একটি মোটর সাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলেন। এ সময় তিনি লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোষ্টে পৌঁছলে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহ ভাজন মোটর সাইকেলসহ তাকে আটক করেন। পরে আকরাম হোসেনের দেহে তল্লাশী চালিয়ে ২৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
এই ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।