বান্দরবানের লামা উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (২৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের আন্দারী জামালপুর এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক নুর মোহাম্মদ আন্দারী জামালপুর এলাকার বাসিন্দা আকরাম মুন্সির ছেলে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ চা দোকানের পাশাপাশি এলাকায় ইয়াবা ব্যবসা করে করে আসছে,এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে লামা সাব জোন কমান্ডার মেজর নাফিউ সিদ্দিকী নোমান’র নেতৃত্বে সঙ্গীয় সেনাবাহিনীর সদস্যরা আন্দারী জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করে।
ইয়াবাসহ নুর মোহাম্মদকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।