লামায় ইয়াবাসহ ২ যুবক আটক

বান্দরবানের লামা উপজেলায় ৫৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার দুপুুরে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোস্টে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, আলীকদম উপজেলার নুরুজ্জামান পাড়ার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নিলয় পারভেজ (৩০)।
সূত্র জানায়, কক্সবাজার জেলার চকরিয়া থেকে মঙ্গলবার দুপুর দুইটার দিকে একটি যাত্রীবাহি বাস যোগে ইয়াবার চালান আলীকদম উপজেলায় যাচ্ছিল; এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই বাস গাড়িতে তল্লাশী চালায়। এ সময় ৫৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে লামা থানায় সোপর্দ করেন তারা।
ইয়াবাসহ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

আরও পড়ুন