সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোস্তফা কামাল আজিজনগরের বিভিন্ন স্থানে মরণ নেশা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা মফিজ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ মোস্তফা কামালকে হাতেনাতে আটক করে পুলিশ।
ইয়াবাসহ মোস্তফা কামালকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হযেছে।