লামায় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

NewsDetails_01

উদ্ধারকৃত ইয়াবা
বান্দরবানের লামা উপজেলায় ৪০পিস ইযাবা ট্যাবলেটসহ মোস্তফা কামাল (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মফিজ বাজারের মামুনের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইচাছড়ি গ্রামের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোস্তফা কামাল আজিজনগরের বিভিন্ন স্থানে মরণ নেশা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা মফিজ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ মোস্তফা কামালকে হাতেনাতে আটক করে পুলিশ।
ইয়াবাসহ মোস্তফা কামালকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হযেছে।

আরও পড়ুন