লামায় ইয়াবা বিক্রির সময় ২ যুবক আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা বিক্রির সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজারস্থ ছবিঘর সিনেমা হলের সামনে থেকে ৪৫টি ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ হোসেন আলী ও মমতাজ উদ্দিন।
সূত্র জানায়, দুই যুবক ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. লেয়াকত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মফিজ বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবসহ দুই যুবককে হাতেনাতে আটকের পর লামা থানা পুলিশে সোপর্দ করে।
ইয়াবাসহ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন