লামায় উদযাপিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস

লামায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা
বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’১৭ উদযাপিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সমন্বয়ে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশষ অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জাপান বড়ুয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, ব্যবসায়ীরা সৎ মন মানসিকতা নিয়ে ব্যবসা করলে আইন ব্যবহারের প্রয়োজন হয়না। তাই সমাজ ও দেশের মানুষের স্বার্থে সৎভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন