লামায় একতার উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত

লামায় একতার উদ্যোগে বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার খিন ওয়ান নু
বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় বেসরকারী সংস্থা এনজেড একতা মহিলা সমিতির উদ্যোগে বিশ্ব নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুুপুরে সংস্থার মিলনায়তনে ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের অগ্রযাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রæ মার্মা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, মানবাধিকার কর্মী মুহাম্মদ কামালুদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভা শেষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় মসজিদের ইমাম, কাজী, স্কুল-মাদ্রাসার শিক্ষক, ওয়ার্ড মেম্বার, পাড়া প্রধানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার খিন ওয়ান নু বলেন, বর্তমান সরকার নারী-পুরুষের বৈষম্য দূর করে সমাজে সমতা বাস্তবায়নের লক্ষে কাজ করছে। তাই নারীকে প্রথমেই সরকারের প্রদত্ত সুযোগ কাজে লাগিয়ে শিক্ষিত হতে হবে। নিজেকে আত্মমর্যায় প্রতিষ্টিত করতে হলে শিক্ষার বিকল্প নেই

আরও পড়ুন