বুধবার রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এবং নির্বাহী অফিসার খিন ওয়ান নু। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ও লামা পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম শ্রদ্ধা জানান।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন, শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মো. কামরুজ্জামানের নেতৃত্বে প্রেসক্লাব, মো. আমির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি, মোহাম্মদ রফিকের নেতৃত্বে পৌর আওয়ামীলীগ, ফাতেমা পারুলের নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, যুব রেড ক্রিসেন্ট, ছাত্রদল, যুবদল, জাতীয় পার্র্টি (জাপা) সহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এরপর একে একে সরকারী বেসরকারী দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক- সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধা জানায়।