লামায় এক দিনেই যে ৬ জন করোনায় আক্রান্ত হলেন

purabi burmese market

চিকিৎসক, সাংবাদিক ও ওয়ার্ড কাউন্সিলরের পর এবার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. জসিম উদ্দীন, থানা পুলিশের সদস্য, এনজিও ব্র্যাকের স্টাফ ও স্থানীয় এক ব্যক্তির নমুনা পজেটিভ এসেছে, অর্থাৎ তাদের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বাড়লো ১৯ জনে।

স্বাস্থ্য বিভাগ জানায়, লামা আক্রান্তদের মধ্যে ১২জন সুস্থ হয়েছে বাড়ী ফিরেছেন। ১ জন আইসোলেশনে ও বাকীরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। আজ শুক্রবার (১৯জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন।

তিনি জানান, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জসিম উদ্দীন, থানার পুলিশের সদস্য নুর হোসেন ও হাসানুজ্জামান, এনজিও ব্র্যাকের স্টাফ মিজানুর রহমান ও স্থানীয় রাজবাড়ী গ্রামের বাসিন্দা আবুল হাসেম নমুনা দেওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পাতিবার দিনগত রাতে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। করোনা রিপোর্ট পজেটিভ হলেও বর্তমানে তারা মোটামুটি সুস্থ আছেন। ১৪ দিন পর পরীক্ষার জন্য পূণরায় তার নমুনা সংগ্রহ করা হবে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন,করোনা সংক্রমন এড়াতে আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।