লামায় এক নারী করোনায় আক্রান্তের পর ১১ জনের নমুনা সংগ্রহ

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় প্রথম বারের মত এক নারীর (৪৫) নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর আশপাশের ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ বুধবার (২২এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল টিম এ নমুনা সংগ্রহ করেন। এ নিয়ে সর্বমোট ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মৃত আমির হোসেন ও আক্রান্ত নারীর রিপোর্ট পাওয়া যায়। বাকীদের এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। আক্রান্ত নারী লামা উপজেলার ২নং লামা সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের পশ্চিম মুসলিম পাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের স্ত্রী।

NewsDetails_03

নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, আক্রান্ত নারীর আশপাশের ১১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিজি (বিআইটিআইডি) চট্রগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে মেরাখোলা মুসলিম পাড়া ও আশপাশের এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন