লামায় কমিউনিটি পুলিশিং সভা

NewsDetails_01

দীর্ঘদিন পর বান্দরবানের লামা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাইজ ডে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার দুপুরে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আলী হোসেন। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকল অপরাধ দমনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশসহ সর্বস্তরের জনসাধারণকে ভুমিকা রাখতে হবে। তবেই সমাজ থেকে সকল অপরাধ নির্মূল সম্ভব।

আরও পড়ুন