লামায় করোনা ভাইরাস টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা ভাইরাস টিকাদান কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামালের শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে আরো ছয়জনকে টিকা প্রদান করা হয়।

এ টিকা গ্রহণকারীরা হলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ, প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী এবং সাংবাদিক রুহুল আমিন। এ পর্যন্ত উপজেলায় ৫৭২জন নারী পুরুষ নমুনা প্রদান করেন। এর মধ্যে ২৬৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলেও বর্তমানে সবাই সুস্থ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, প্রথম ধাপে উপজেলায় ৩৩৭টি টিকা বরাদ্দ পাওয়া গেছে। রবিবার পর্যন্ত ৩০০ জন টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।