লামায় করোনা রোধে হাত ধোয়ার বেসিন স্থাপন

NewsDetails_01

করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবানের লামা উপজেলা শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য হাত ধোয়ার বেসিন স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শহরের পৌরসভা কার্যালয়ের সামনে, মাছ ও কাঁচা বাজার সংলগ্ন রাস্তার পার্শ্বে এবং গজালিয়া সড়কের অভিমুখী বৈশালী ফার্মেসীর সামনে এসব বেসিন স্থাপন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬মার্চ) বিকালে এসব হাত ধোয়ার বেসিন উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

NewsDetails_03

এ সময় নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। হাত ধোয়ার বেসিন স্থাপনের সত্যতা নিশ্চিত করে

লামা পৌরসভা মেযর মো. জহিরুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে তাৎক্ষণিকভাবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন