লামায় কিশোর-কিশোরীর ক্ষমতায়ন বিষয়ক সভা

NewsDetails_01

লামায় কিশোর-কিশোরীর ক্ষমতায়ন বিষয়ক সভা
গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) পরিচালিত কিশোর-কিশোরী সহায়তা সমিতির মাধ্যমে প্রশিক্ষন পেয়ে আমরা এখন বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক, নারী-পুরুষ বৈষম্য, ইভটিজিং ইত্যাদি সামাজিক অনাচার থেকে নিজেদের মুক্ত করেছি। এখন আমরা প্রতিমাসে একদিন স্বেচ্চাশ্রমের মাধ্যমে নিজেদের পাড়া পরিচ্ছন্ন করি, বৃদ্ধ-বৃদ্ধাগণের হাত-পায়ের নখ কেটে দেয়া ও তাদের অপরিষ্কার কাপড় ধুয়ে দেয়ার মাধ্যমে প্রবীন সেবা দিবস পালন করি।
সোমবার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংগঠনের কিশোর-কিশোরীর ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে ইউনিয়ন ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভায় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রুপসীপাড়া বাজারপাড়া কিশোর-কিশোরী সহায়তা সমিতির সদস্য মো. জাবের উদ্দিন জুয়েল এসব বথা বলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মার সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা ফোকাল পার্সন মেহেরুন্নেসা। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মামুন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কাজী মো. ইব্রাহীম, ক্বারী শামসুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য শাহবানু, অংগ্য মার্মা, শফিউল আলম ও মিন্টু মিয়া প্রমুখ।

আরও পড়ুন