ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম লামা শাখার সভাপতি প্রশান্ত ত্রিপুরার সভাপতিত্বে ও নেলসন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএনডিপি‘র বান্দরবানের ডিস্ট্রিক্ট ম্যানাজার খুশিরায় ত্রিপুরা। এতে অনন্য কল্যাণ সমিতি বান্দরবানের প্রোগ্রাম ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সমিতির সভাপতি ইলিশায় ত্রিপুরা, বিটিএবিসি এর ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাতেরুং ত্রিপুরা, হেব্রোন মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতাজন ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের দ্বিতীয়তম কাউন্সল অনুষ্ঠিত হয়। শেষে নিজস্ব সংস্কৃতি নির্ভর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি খুশিরায় ত্রিপুরা বলেন, ২৫ বছরের চড়াই উৎরাই পেরিয়ে আজ একটি পরিপক্ক সংগঠনে রুপ নিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারলে জাতিগোষ্ঠী ও দেশের পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা ছাড়া কখনো মুক্তি সম্ভব নয়। তাই উপস্থিত সকল শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও মনযোগী হওয়ার আহবান জানান তিনি।