লামায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ প্রশিক্ষণ

NewsDetails_01

লামায় প্রশিক্ষনপ্রাপ্ত কৃষকদের বিনামূল্যে বীজ সংরক্ষণ পাত্র প্রদান
বান্দরবানের লামা উপজেলায় কৃষকদের মাঝে দুই দিন ব্যাপী বীজ সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে ২০ জন উপকারভোগী কৃষকদের মাঝে এ প্রশিক্ষণ দেয়া হয়।
এ উপলক্ষে মঙ্গরবার বিকালে প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক মাহফুজুর রহমান। সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার দাশ, কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারি পরিচালক উজ্জল ত্রিপুরা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও বাবু মার্মা বিশেষ অতিথি ছিলেন।
এ সময প্রকল্পের মাঠ সহায়ক পলাশ চাকমা, প্রিয়াংকা ত্রিপুরা, থুইসাং উপস্থিত ছিলেন। শেষে অতিথিব্ন্দৃ প্রশিক্ষনপ্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূল্যে একটি করে বীজ সংরক্ষণ পাত্র প্রদান করেন।

আরও পড়ুন