প্রান্তিক কৃষকের মাঝে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষে বান্দরবানের লামা উপজেলায় মতবিনিময় সভা করেছে বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প। আজ বৃহস্পতিবার প্রকল্পের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসাইন। এতে এগ্রো সার্ভিস সেন্টারের উপ-সহকারী পরিচালক নয়ন খ্রীষ্টফার মার্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহমেদ, পশু সম্পদ অধিদপ্তরের ভিএফএ মো. ইসমাইল হোসেন ও ব্র্যাক ম্যানেজার মো. জসিম উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সভায় উপস্থিত অতিথিব্ন্দৃ স্ব স্ব বিভাগের সেবা সমূহ উপকারভোগী কৃষকের মাঝে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।