বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে লামা থনা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা বিশেষ অতিথি ছিলেন। সভায় আসন্ন ঈদুল আযহার জামায়াতের সময় সূচী নির্ধারণ, কোরবানীর পশুর বজ্য অপসারণ, ব্যববস্থাপনা, ঈদ কেন্দ্রীক সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়া সা¤প্রতিক মায়ানমার সীমান্ত গোলযোগকে কেন্দ্র করে এলাকায় যেন কোন মহল কোন ধরণের বিভ্রান্তি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সুযোগ নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।