বান্দরবানের লামা উপজেলায় খালের পানিতে ডুবে আপিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা লামা খালের অংহ্লাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আপিয়া আক্তার অংহ্লাপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।
সূত্র জানায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে আপিয়া আক্তার লামা খালের পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে খেলারচ্ছলে শিশুটি খালে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুজির পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু আপিয়া বেগমকে মৃত ঘোষনা করেন।
খালের পানিতে ডুবে শিশু আপিয়ার মৃত্যুর সত্যতা রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।