লামায় খেলার ছলে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু !

বান্দরবানের লামা উপজেলায় খেলারছলে গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বলিয়াচর গ্রামে। স্বর্ণা আক্তার বলিয়ারচর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের মেয়ে।

সূত্র জানায়, স্বর্ণা আক্তারসহ কয়েকজন শিশু শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ীর পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত: গলায় ওড়না পেঁচিয়ে নি:শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় স্বর্ণা আক্তার।

NewsDetails_03

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন