লামায় গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে আবুল হোসেন মোক্তার (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের বাছুরীপাড়ার একটি পাহাড় থেকে আজ বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। আবুল হোসেন মোক্তার বাছুরীপাড়ার বাসিন্দা আমানত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে আবুল হোসেন মোক্তার প্রতিদিনের মত ঘর থেকে বের হয়। রাতে ঘরে না ফিরলে স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে বসতঘর থেকে দুইশ গজ দূরে একটি গাছের ঢালে আবুল হোসেনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আমিনুল হক বলেন, আবুল হোসেন মানসিক প্রতিবন্ধি ছিলেন। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।