লামায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুর রশিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার গজালিয়া ইউনিয়নের মিশন পাড়ায় রবিবার সকালে দূর্ঘটনাটি ঘটে। আব্দুর রশিদ মিশন পাড়ার বাসিন্দা মৃত আব্দুল খালেক মেস্ত্রীর ছেলে। আজিজনগর ইন্ড্রাস্ট্রিজের দারোয়ানের চাকুরী করতেন আব্দুর রশিদ।

NewsDetails_03

সূত্র জানায়, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছ থেকে পাতা পাড়তে আব্দুর রশিদ বাড়ির একটি কাঁঠাল গাছে উঠেন। এ সময় অসাবধানতা বশত পা পিঁছলে গাছ থেকে মাটিতে পড়ে যান। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলাস্থ সাউন্ড হেলথ হসপিটালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষনা করেন।

এই ব্যাপারে লামার আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. এনামুল হক বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আব্দুর রশিদের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন