বান্দরবানের লামা উপজেলায় ইট বোঝাই ডাম্পার গাড়ি খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দা মো. মিরাজ (২০) ও মো. রিয়াজ (২৩)। এ ঘটনায় মো. হাসেম (২০) নামের এক শ্রমিক আহত হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠাল ছড়া ত্রিপুরা পাড়া সড়কের শামুকছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া এলাকাস্থ ভাটা থেকে একটি ডাম্পার গাড়ি ইট বোঝাই করে চকরিয়া উপজেলায় যাচ্ছিল। গাড়িটি সড়কের শামুকছড়া এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৩ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিরাজ ও রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত হাসেমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ডাম্পার খাদে পড়ে ২ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।