বান্দরবানের লামা উপজেলায় পৃথক গাড়ি চাপায় এক পথচারী নিহত ও ২ স্কুল ছাত্রী আহত হয়েছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের সাত্তার ম্যাচ ফ্যাক্টেরীর গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উপর সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত বদি আলম (৫৫) আজিজনগর ইউনিয়নের রোড়পাড়ার বাসিন্দা আবদুল গনির ছেলে। আহতদের মধ্যে একজনের নাম সাইমা আক্তার। তাৎক্ষনিকভাবে আরেক ছাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের আজিজনগর সাত্তার ম্যাচ ফ্যাক্টেরীর গেইট সংলগ্ন স্থানে সোমবার সকাল সোয়া ১০টার দিকে একটি ট্রাক (ট্রাক নং ১১-০৬১৪) পথচারী বদি আলমকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত কক্সবাজার জেলার দিকে পালিয়ে যায়। এর ১৫ মিনিট আগে একই স্থানে একটি এ্যাম্বুলেন্স গাড়ি চাম্বী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুই ছাত্রীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হলে এক ছাত্রীকে তুলে নিয়ে লোহাগাড়া উপজেলার দিকে চলে যায় ঘাতক এ্যাম্বুলেন্সটির চালক। দুই ছাত্রী স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার অ্যাসাইনমেন্টের খাতা উদ্ধার করে স্থানীয়রা।
ট্রাক চাপায় পথচারী বদি আলম নিহত হওয়ার সত্যতা নিশ্চত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
এদিকে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ্যাম্বুলেন্স চাপায় দুই স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।