লামায় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি গঠন
অনুপ সভাপতি, বাসু সাধারণ সম্পাদক
সনাতন ধর্মালম্বী শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে অনুপ কান্তি দাশকে সভাপতি ও বাসু কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে বান্দরবান জেলার লামা উপজেলা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল নিজ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে অন্য পদেরা হলেন, সিনিয়র সহ সভাপতি অলক কান্তি চৌধুরী, সহ সভাপতি মানস দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, অর্থ সম্পাদক বাসু কর্মকার, সাংগঠনিক সম্পাদক রাজিব রক্ষিত ও সঞ্চয় দাশ ও বিপ্লব দাশ সদস্য। কমিটির উপদেষ্ঠারা হলেন,সমীরন কান্তি দাশ, বাসুদেব পালিত, মৃদুল ধর, বিজয় আইচ ও সুনীল নাথ।
এ বিষয়ে কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশ বলেন, নব গঠিত কমিটির সদস্যরা আগামী ৩ বছর শিক্ষা নিকেতনের দায়িত্ব পালন করবেন।