লামায় গৃহবধূর আত্মহত্যা

বান্দরবানের লামা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে ছেনোয়ারা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। ছেনোয়ারা বেগম মেরাখোলা গ্রামের বাসিন্দা মৃত নুরুল আলমের মেয়ে ও মো. রাজুর স্ত্রী।
সূত্র জানায়, গত তিন বছর আগে রাজমিস্ত্রী মো. রাজুর সাথে ছেনোয়ারা বেগমের বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে কিছুক্ষণ পর ছেনোয়ারা বেগম গলায় উড়না পেচিয়ে ঘরের বিমের সাথে ফাঁস দেয়। পরে স্বজনেরা তার লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজন ও পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ ছেনোয়ারার লাশ উদ্ধার করে পুলিশ।
গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, প্রাথমিক সূরতহাল শেষে ছেনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন