লামায় গৃহবধূর আত্মহত্যা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে খতিজা বেগম (৫৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আজ শনিবার বিকালে পৌরসভা এলাকার টিএন্ডটি পাড়ায় এ ঘটনা ঘটে। খতিজা বেগম টিএন্ডটি পাড়ার বাসিন্দা মোজাম্মেল হোসেনের স্ত্রী ও ৬ সন্তানের জননী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে খতিজা বেগম ও মোজাম্মেল হোসেনর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এক পর্যায়ে শনিবার বিকাল ৪টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন খজিতা বেগম। পরে স্বজনেরা ঘরের ভিতর লাশ ঝুলতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জিয়াউল হায়দার বলেন, নিহতের গলায় ফাঁসির দড়ির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই খতিজা বেগমের হয়।
গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.লিয়াকত আলী বলেন, লাশের প্রাথমিক সুরহাতাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন