বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালীতে দুইটি চাঁদের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ৭ যাত্রী আহত হয়েছে।৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের আড়াইমাইল এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
দূর্ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় এলাকাবাসী। চকরিয়া উপজেলা হতে একটি চাঁদের গাড়ি ফাস্যিয়াখালীর আড়াইমাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি চাঁদের গাড়ির মধ্যেে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।