আজ রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ঢাকাস্থ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দেশের অন্য উপজেলা প্রার্থীর সাথে মনোনীতের নামও ঘোষণা করেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদ ইসমাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে বিপুল ভোটে নির্বাচিত হয়ে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। গত চতুর্থতম উপজেলা পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইলকে দলীয় প্রার্থী ঘোষণার সত্যতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা নিশ্চিত করেন।