আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা থেকে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে।
আজ রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ঢাকাস্থ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দেশের অন্য উপজেলা প্রার্থীর সাথে মনোনীতের নামও ঘোষণা করেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদ ইসমাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে বিপুল ভোটে নির্বাচিত হয়ে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। গত চতুর্থতম উপজেলা পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইলকে দলীয় প্রার্থী ঘোষণার সত্যতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা নিশ্চিত করেন।