স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলা থেকে গাড়িতে চকরিয়া উপজেলায় মদ পাচার হচ্ছে; এমন সংবাদ পায় পুলিশ। পরে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লামা পৌরসভার মধুঝিরি এলাকার জীপ স্টেশনে অভিযান চালায়। এ সময় ১২টি পলিথিনের বস্তা ভর্তি ৪২ লিটার চোলাই মদসহ ওই তিন নারীকে আটক করে পুলিশ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।