লামায় চোলাই মদসহ তিন নারী আটক

NewsDetails_01

লামায় চোলাই মদসহ তিন নারী
বান্দরবানের লামা উপজেলায় ৪২ লিটার চোলাই মদসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার সিকদারপাড়ার বাসিন্দা মৃত নুর আলমের স্ত্রী রশিদা বেগম (৪৫), মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মৃত আবুল কালামের স্ত্রী আয়েশা বেগম (৬০)। বুধবার দুপুরে উপজেলার মধুঝিরি এলাকার জীপ স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলা থেকে গাড়িতে চকরিয়া উপজেলায় মদ পাচার হচ্ছে; এমন সংবাদ পায় পুলিশ। পরে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লামা পৌরসভার মধুঝিরি এলাকার জীপ স্টেশনে অভিযান চালায়। এ সময় ১২টি পলিথিনের বস্তা ভর্তি ৪২ লিটার চোলাই মদসহ ওই তিন নারীকে আটক করে পুলিশ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন