লামায় চোলাই মদসহ তিন পাচারকারী আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলা থেকে অন্যত্র পাচারের সময় চোলাই মদ ও দুই নারীসহ তিন জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

উপজেলা শহরের লাইনঝিরি এলাকা থেকে আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো,কক্সবাজার পৌরসভা এলাকার মোস্তাক পাড়ার বাসিন্দা মাহাদুর রহমানের স্ত্রী শাহানা বেগম (৩০), সাইদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) ও মহেশখালী উপজেলার নতুন পাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

NewsDetails_03

সূত্র জানায়, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে শনিবার দুপুর ২টার দিকে পাশের চকরিয়া উপজেলায় নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চকরিয়াগামী দুটি যাত্রীবাহি জীপ গাড়িতে তল্লাশি চালায়। এ সময় পলিথিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খান বলেন, মদসহ আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন