লামায় ছাত্রলীগের ত্রাণ পেল বন্যা কবলিতরা

NewsDetails_01

বান্দরবানের লামায় জেলা ছাত্রলীগের ত্রাণ পেল বন্যা কবলিতরা । বৃহস্পতিবার দুপুরে লামা বাজার এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রবিন বাহাদুর সহ জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রবিন বাহাদুর বলেন, ছাত্রলীগ বন্যা দুর্গতদের পাশে থাকে সব সময় । আর তাদের কল্যাণে সব সময় কাজ করে যাবে । এ সময় ত্রাণ হিসেবে বন্যাকবলিতদের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয় । বন্যা কবলিত প্রায় ৩৫০ জনের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এদিকে, বন্যার পানি কমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে বন্যা কবলিতরা । জেলা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থাও হয়েছে স্বাভাবিক ।

আরও পড়ুন