সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে শিক্ষা বান্ধব কর্মসূচী হাতে নেয় লামা পৌর ছাত্রলীগ। রবিবার লামামুখ উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, হলিচাইল্ড পাবলিক স্কুল ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। সোমবার লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
এ বিষয়ে লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা পাহাড়বার্তাকে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ সবসময় ছিল,আছে এবং সামনের দিনগুলোতেও থাকবে।