এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়। এতে সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারীপুরুষ অংশ নেন। মহাশোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হরি মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রুবেল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।
এর আগে প্রবর্ত্তক ইসকন মন্দিরের সংকীর্ত্তন বিভাগের পরিচালক সুচারু কৃষ্ণ দাস ব্রক্ষচারী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে স্থানীয় ভক্ত বৃন্দের পরিচালনায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও প্রতিযোগিতা, ধর্ম সম্মেলন ও ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক, প্রসাদ বিতরণ শেষে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পূজা আরম্ভ হয়।