লামায় জমি দখলের চেষ্টা : সংঘর্ষে দু’পক্ষের ৯ জন আহত

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় রাতে জমি নিয়ে সংঘর্ষে চার নারী সহ দু’পক্ষের ৯ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, আমেনা বেগম (৭০), শারমিন আক্তার (২২), মো. সিরাজুল ইসলাম (৪৩), রহমত আলী (৩০), মো. শাহজালাল (৩০), হোসনে আরা বেগম (৩৮), জোসনা বেগম (৫০), মিনহাজ উদ্দিন (৪৩) ও মুজিবুর রহমান (৪০)। স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

NewsDetails_03

সূত্র জানায়,রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া বাজার সংলগ্ন একখন্ড জমি নিয়ে মো. সিরাজুল ইসলাম ও মো, মুজিবুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মামলা থাকায় আদালতের নির্দেশে পুলিশ বিরোধীয় জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মো. মুজিবুর রহমানরা বিরোধীয় জমির উপর মো. সিরাজুল ইসলাম কর্তৃক নির্মিত ঘর ভেঙ্গে দখলমুক্ত করতে যায়। এ খবর পেয়ে মো. সিরাজুল ইসলামরা বাঁধা দিতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় চার নারী সহ উভয় পক্ষের ৯জন আহত হন।

এই বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, জমি নিয়ে মারামারির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন