লামায় জমি নিয়ে শ্বশুর জামাইয়ের মধ্যে সংঘর্ষ : নারীসহ আহত ১৩

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৩জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দক্ষিণ মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রোকসানা বেগম (৩৩), মো. আমির হোসেন (৩৫), নাজমা বেগম (২২), ইয়াসমিন (৩০), শাহজাহান (৫০), মো. জামাল (২৮), মো. ইউছুপ (২২), মো. ইছা মিয়া (২০), সুফিয়া বেগম (৪০), মমতাজ বেগম (৩৮), রুবি (২৫), সাবেকুন নাহার (২০) ও মরিয়ম বেগম (১৮)। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাঁচ একর জমি নিয়ে শ্বশুর মো. শাহাজানের সাথে মেয়ে রোকসানা বেগমের স্বামী মো. জাকির হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে শ্বশুর পক্ষ জমিতে কাজ করতে গেলে জামাই জাকির হোসেন বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের নারীসহ ১৩জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান জান্নাত বিলকিছ সুলতানা বলেন, আহতদের মধ্যে রোকসানা বেগম ও আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
শ্বশুর জামাইয়ের মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন