লামায় জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার প্রদান

NewsDetails_01

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার প্রদান করছে লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু
বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জেএসসি’র ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য করিমুল মোস্তফা স্বপন. পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন বিশেষ অতিথি ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তদের হাতে উদ্দীপনা পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন