লামায় জীনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

NewsDetails_01

লামায় জীনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
চট্টগ্রামস্থ বেসরকারী সংগঠন প্লাটফর্ম’র শিক্ষা উপকরণ পেলো বান্দরবানের লামা উপজেলার জীনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে আশ্রয় মিলনায়তনে ৮৫ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আশ্রমের প্রতিষ্ঠাতা ভদন্ত উ: নন্দমালা থের’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্লাটফর্মের সমন্বয়কারী দৈনিক আজাদী পত্রিকার স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া, পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া, ডাক্তার সেন্হাশীষ বড়ুয়া, সাংবাদিক মো. তানফিজুর রহমান ও মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশ্রমের শিক্ষক হ্লায়ে মার্মা, শিক্ষার্থী উনে মার্মা প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কাগজ, কলম, জ্যামিতি বক্স ও পেন্সিল বক্স বিতরণ করেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা আশ্রমের শিক্ষার্থীরা।

আরও পড়ুন