লামায় জীনামেজু আশ্রমের ভদন্ত উ. নন্দমালা মহাথের’র আচারিয় পূজানুষ্ঠান
বান্দরবান জেলার লামা উপজেলায় শীল, সমাধি, প্রজ্ঞা সম্পন্ন জীনামেজু অনাথ আশ্রমের অনাথের পিতা প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথের’র প্রথম তম আচারিয় পূজানুষ্ঠান আজ শনিবার দুুপুরে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমৎ পঞ্ঞাছামি ভিক্ষু’র আয়োজনে আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহযোগিতা করেন. জীনামেজু অনাথ আশ্রমের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিন বোধি ভিক্ষু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, কক্সবাজার সিভিল সার্জন প্রুচনু মার্মা ও ডাক্তার মায়েনু মার্মা, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ইযাংছাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও খগেশপ্রতি চন্দ্র খোকন অতিথি ছিলেন।
পূজানুষ্ঠানে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবকগন অংশ গ্রহণ করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অনাথের পিতা প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথেরকে পূজা করেন।
আশ্রমের শিক্ষার্থী সংরুং ম্রো, এ সাই নু খুমী ও জয়া চাকমা জানান, আশ্রমের প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের পিতা ভদন্ত উ. নন্দমালা মহাথের আমাদেরকে মা বাবার মত ছোট বেলা থেকে আদর ভালোবাসা দিয়ে পড়ালেখা শিখিয়ে মানুষের মত মানুষ করে তুলছেন। আমরা তার কাছে চির কৃতজ্ঞ। তাই প্রথম বারের মত আমরা তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করেছি এবং আজীবন সম্মানিত হবেন পিতা ভদন্ত উ. নন্দমালা মহাথের।
প্রসঙ্গত, পাহাড়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের কথা চিন্তা করে ১৯৯৯ সালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু অনাথ আশ্রম নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ভদন্ত উ. নন্দমালা মহাথের। বর্তমানে এ আশ্রমে ৯৬ জন অনাথ শিক্ষার্থী অধ্যয়নরত। আশ্রম প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথের’র অবদানে এ আশ্রমের অনেক শিক্ষার্থী বর্তমানে ম্যাজিস্ট্রেট, পুলিশ, শিক্ষক, ইঞ্জিনিয়ার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাফল্য শুধু আশ্রম নয়, উপজেলা তথা গোটা বান্দরবান জেলার সুনাম বয়ে এনেছে বলে জানান, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।