প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার বিকাল ৫টার দিকে যাত্রী বোঝাই করে একটি জীপ গাড়ি লামা থেকে চকরিয়া যাচ্ছিল। গাড়িটি সড়কের কুুমারী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গেলে গাড়িতে থাকা ৬ যাত্রী এবং মোটর সাইকেল চালকসহ দুই জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্ট্রান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।