লামায় জীব বৈচিত্র্য সংরক্ষণ ও জৈব কৃষি শাস্ত্র চর্চা বিষয়ক সভা

NewsDetails_01

জীব বৈচিত্র্য সংরক্ষণ ও জৈব কৃষি শাস্ত্র চর্চা বিষয়ে বান্দরবানের লামা উপজেলায় বেসরকরী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সঞ্চালনায় সভায় কৃষি কর্মকর্তার প্রতিনিধি রতন দেব, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান, রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মারমা, ছাগল খাইয়া মৌজা হেডম্যান মংক্যচিং মারমা, প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা মহিলা সমিতির কর্মসূচী পরিচালক আবুল কালাম, কারিতাস স্যাপলিং প্রকল্পের কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহম্মদ ও এগ্রো ইকোলজি প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক উজ্জল চাকমা প্রমুখ।

জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ক্ষতি হচ্ছে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি পাহাড় ধ্বস এই বিরুপ প্রভাব থেকে উত্তরনের জন্য আমাদেরকে জৈব কৃষি চর্চার মাধ্যমে পরিবেশকে ঠিক রাখতে হবে। অবৈধ ভাবে পাথর উত্তোলন তামাক চাষ অবাধে গাছ কাটা ইটভাটা ইত্যাদি রোধ করার জন্য প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য ফোরামের সকল সদস্যরা নিজ নিজ অবস্থানে থেকে পরিবেশ সংরক্ষনের ভুমিকা রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় ।

আরও পড়ুন