লামায় জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ পেলো ১০০ কৃষক

বান্দরবান জেলার লামা উপজেলায় কারিতাস দুর্গম পাহাড়ি পাড়ায় পাড়ায় ৪ ব্যাচে জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ৮ জানুয়ারী শুরু হয়ে ১৩ জানুয়ারী এ প্রশিক্ষণ শেষ হয়।

কারিতাস বাংলাদেশ এর সিপিপি পিএইপি-২ এর উদ্যোগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজাপাড়া, বনপুর সহ বিভিনইন পাড়ার ১০০ জন প্রান্তিক উপকারভোগী কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

সর্বমোট ৪ ব্যাচো এ প্রশিক্ষণে বিভিন্ন ধরণের জৈব বালাই নাশক প্রস্তুতকরণ ও বিভিন্ন পদ্ধতিতে জৈব সার উৎপাদন, বীজ সংরক্ষণ, কৃষি ফসলের চাষাবাদ কলাকৌশল হাতে কলমে শিখানো হয়।

এতে উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ান্জি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমরজিত, প্রকল্পের মাঠ সহায়ক রিন্টু চাকমা, নিরতা তংচংগ্যা, প্রিয়াংকা ত্রিপুরা, হিম্যানটারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংহ চাকমা প্রশিক্ষক ছিলেন।

প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করে সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, এ প্রশিক্ষন পরবর্তী জৈবিক উপায়ে চাষাবাদের জন্য জন প্রতিজন উপকারভোগী কৃষককে ৪২০০ টাকার কৃষি বীজ, আইপিএম টুলস্, জৈবসার উৎপাদনের জন্য উপকরণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।