লামায় তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত তিন উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ও ইয়াংছা এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্ভোধন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে নির্মিত প্রকল্পগুলো হলো, কুমারী বাজারস্থ দারুচ্ছুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও পুলিশ ক্যাম্পের নব নির্মিত ভবন এবং ইয়াংছা বাজার প্রধান সড়ক থেকে কাঁঠাল ছড়া ত্রিপুরা পাড়া পর্যন্ত নব নির্মিত রাস্তা।

উদ্ভোধনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন