লামায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ২

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ২ মোটর সাইকেল আরোহী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছড়া এলাকার নাছির উদ্দিনের বাড়ির পাশে এ দূর্ঘনা ঘটে। নিহত মো. সেলিম বামহাতির ছড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী সেলিম মোটর সাইকেল যোগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দ্রুত গতিতে ছেড়ে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিমসহ অপর মোটর সাইকেল আরোহী মো. ফরিদুল আলম ও মাইনুদ্দিন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী মো. সেলিমকে মৃত ঘোষনা করেন। এদিকে স্থানীয় পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার যোহরের নামাজের পর নিহত সেলিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানা গেছে।

এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন