বান্দরবানের লামা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বুধবার বিকালে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আমিরুল ইসলাম (৫২), রিনা আক্তার (৪৫), দেলোয়ার হোসেন রফিক (৩৮), ইসমাইল (৪৫), মো. রাজু (২৩) ও জিয়াদ (২৫)। আহতরা সবাই মধুঝিরি গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আমিরুল ইসলাম ও ইসমাইল এর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এক নারীসহ ৬ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।