বিশ্ব খাদ্য সংস্থার সহায়তায় বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত চিংকুম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী রবিবার দুপুরে কোমলমতি শিক্ষার্থীদের থালায় খিচুড়ী তুলে দিয়ে এ মিড ডে মিলের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ কান্তি মজুমদারের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কলিঙ্গাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন বড়ুয়া, ইউনিয়ন পরিষদ সদস্য রোকেয়া বারী, দাতা সদস্য তুলা মুরুং, মিড ডে মিলের সুপার ভাইজার ক্যহ্ণা মার্মা, অভিভাবক সদস্য মালারগ্য মার্মা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে উপজেলায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়।