বান্দরবানের লামা উপজেলায় দুর্নীতি, সততা,পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাইনঝিরি মোহাম্মদীয় ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাহাব উদ্দিন রিটুর সঞ্চালনায় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. ইউছুপ, মাদ্রাসার সুপার মুহাম্মদ ইব্রাহীম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. তানফিজুর রহমান,অভিভাবক সদস্য রেহেনা আক্তার বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহ-সুপার কাজী মো. ইলিয়াছ ও শিক্ষার্থী ইশরাত নূর তাহমিদা।
সভায় বক্তারা বলেন, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে কেউ দুর্নীতি করতে পারেনা। তাই সবার আগে দেশকে ভালোবাসতে হবে। তারা আরো বলেন, শিক্ষার্থীদের নীতি হলো পড়ালেখা করা,একজন সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।