লামায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বান্দরবানের লামা উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার (৩০জুন) সন্ধ্যায় লামা প্রেসক্লাবের ৩য় তলাস্থ মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া। পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মংছিং প্রু মার্মার সভাপতিত্বে আলোচনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জমান, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, গাজী টেলিভিশন উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দৈনিক মানবকন্ঠ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজী দৈনিক এশিয়ান এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নূরুল করিম আরমান, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি এম. বশিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। আগামিতেও প্রত্রিকাটি এ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে আশা প্রকাশ করেন বক্তারা।